উষ্ণ দুপুর বেলা প্রান যায় যায়।
রক্ত চক্ষু দিয়া সূর্য তাকায়।
নিশ্বাসে আগুন সে ফেলে পৃথিবীতে।
ধরাতলে কোনো জীব পারেনা থকিতে।
হাহাকার পড়ে যায় জলের অভাবে।
কিভাবে বাঁচাবে প্রান সকালে তা ভাবে।
শুকিয়েছে খালবিল, ফেটে মাঠ চৌচির।
কৃত্রিম পৃথিবীতে আশা নেই বৃষ্টির।