এই মনের আকাশ থেকে উজ্জ্বল চাঁদের আলো।
হঠাৎ করেই কোথায় যেন হারিয়ে গেল।
নেমে এল হৃদয়ে গাঢ় কালো অন্ধকার।
আমার সমস্ত স্বপ্ন ভেঙে হলো চুরমার।
বুকের ভেতর জমে গেল পাহাড় সম কষ্ট।
মিথ্যা প্রেমের ফাঁদে পড়ে জীবন হলো নষ্ট।