দিন পেরিয়ে মাস এল,
বেশ কয়েক বছর কেটে গেল।
তবু প্রিয়া এল না ফিরে।
দেখে ছিলাম স্বপ্ন তাকে ঘিরে।
গোল পাতায় ছাওয়া ছোট্ট একটি ঘর।
সে হবে মিষ্টি বউ, আমি হব বর।
মনের সেই স্বপ্ন রয়ে গেল নিরবে।
হয়নি সফল, আসেনি বাস্তবে।
দিন যায়, মাস যায়, বছর ঘুরে আসে।
ফ্যাকাসে স্বপ্নগুলো চোখের সামনে ভাসে।