তোমার স্বপ্নে কেটে যায় দিন,
রাত্রি আমার নিদ্রা বিহীন।
তবু প্রিয়া তুমি আমারে বোঝো না,
ভালোবেসে মোরে বারেক খোঁজ না।
মন আমার শুধু তোমার কথা যে ভাবে যায় সারাক্ষণ,
বিনিদ্র রাতে তারাদের সাথে তুমি তুমি করে মন।
তুমি আমি মিলে কত আনন্দে,
তোমার আমার 'র' এর ছন্দে,
ভেসে চলে গেছি বহু বহু দূরে,
ছন্দ ডোবানো সুরের সাগরে।
মন আমার শুধু এই স্বপ্ন দেখে যাবে আজীবন।
ছন্দ ডোবানো সুরের সাগর খোঁজে আমার নয়ন।
সে সাগর আমি খুঁজে পাবো কবে,
কেটে যায় দিন এই কথা ভেবে।
খুঁজেই চলেছি এখানে ওখানে,
জানিনা শেষে যে পাবো কোন খানে।
খুঁজে যদি পাও, মোর ঠিকানায় করে দিও এসএমএস।
হয়তো সেদিন হয়ে যাবে মোর খোঁজাখুঁজি খেলা শেষ।