তোমার সাথে প্রথম দেখায় হয়ে ছিল বৃষ্টি।
তখন থেকেই হয়ে ছিল ভালোবাসার সৃষ্টি।
সাজিয়ে ছিলাম স্বপ্ন চোখে তোমায় বুকে নিয়ে।
রাঙিয়ে ছিলাম জীবনটাকে রামধনু রঙ দিয়ে।
এঁকে ছিলাম তোমার ছবি এই হৃদয়ের মাঝে।
সাজিয়ে ছিলাম ভালোবাসা নানান রকম সাজে।
রেখেছিলাম তোমায় আমি নয়ন মনি করে।
সাজিয়ে ছিলাম স্বপ্ন চোখে শুধুই তোমায় ঘিরে।
তোমায় ঘিরে স্বপ্ন এখন ভাঙা কাঁচের মতো।
পথ চলতেই বারে বারে করছে আমায় ক্ষত।
তোমার ছবি এই বুকেতে দুঃখের স্মৃতি আনে।
ভালোবাসা কাঁটা হয়ে হৃদয়টাকে হানে।
নয়ন মনি তুমি আমার, হারিয়ে গেলে কোথায়?
হারিয়ে তোমায় অন্ধ হলাম, বুক ফেটে যায় ব্যথায়।