কোথায় সবুজ তরুলতার সাজ,
যেথায় মাঠে হালের গরু আজ,
হাওয়া যেথা দোলায় গোটা গ্রাম,
দুলতে থাকে হলুদ পাকা আম,
কোথাও দোলে কাজল কালো জাম,
এই আমাদের ছোট্ট পল্লী গ্রাম।
যেথায় মাঠে ফলে সোনার ধান,
বাঁচায় সরল গ্রামবাসীদের প্রাণ,
যেথায় মাঠে রাখাল চরায় গরু,
যেথায় শুধু সবুজ সবুজ তরু,
অন্য ভাষা ফেলে দিয়ে দুরে,
কথায়, গানে, ছন্দ আর সুরে,
ছড়ায় যেথা পল্লীগীতির নাম,
সে যে আমাদের ছোট্ট পল্লী গ্রাম।
বহু পুরনো ছোট্ট পল্লী গ্রাম।।