আমি যদি না জ্বলি তুই পারবি না,
পারবি না তুই আমার সত্তা জ্বালাতে।
আলো পাবি শরীরটাকে জ্বালিয়ে,
গরমি পাবি আত্মদাহের মালাতে।
পুড়িয়ে হয়তো করতে পারিস ভষ্মসার।
ছাইয়ের স্তুপে থাকতে পারিস লুকিয়ে।
ইচ্ছে মতো জ্বালাস নিজের নিজেকেই
চুক্তি শত শর্ত সকল চুকিয়ে।
অন্তরে যে নদী আছে ভুলেই যাস,
জোয়ার ভাটায় করছে খেলা অহর্নিশ।
আগুন তোকে নেমন্তন্ন রইলো,
পারলে আমায় নির্দিধায় পুড়িয়ে দিস।