এক তারাতে দিনের আলো
মুচকি হাসে।
হাজার তারায় রাত্রি কালে,
যাহার দেশে।
আর যে দেশে হাজার চাঁদে,
এক পৃথিবী লুকিয়ে কাঁদে,-
লক্ষ কোটি রাহু যেথা জ্যোৎস্না গিলে খায়!
অক্ষটী এক পক্ষী বেশে,
চলেই যাবো,-
তেমনি কোন নিরুদ্দেশে।
গড়বো আরেক পৃথ্বী নবীন,
আপন বক্ষ ধুলায় পেতে।
যেথা, এক তারাতে দিনের আলোয়,
একতারাতে রাত্রি কুলোয় ধানের খেতে।