নীল চুড়িদার সাদা ওড়না অম্বুদ ঘন চুল
ঠোঁট ভরা রামধনু, চোখে হলদে কটি স্বপ্ন।
কপালে কিন্তু মৃত্যু আঁকা ছিল না!
একরাশ মৃত্যু বোধহয় লুকনো ছিল হৃদয়ে।
হলদে স্বপ্নগুলোকে প্লাটফর্মে ফেলে,
ঠোঁট থেকে রামধনুটা মুছে, মস্তিষ্কটা শূন্য করে,
শরীরটাকে ছুঁড়ে দিল লৌহ চাকার তলে।
সাদা ওড়নাটা লালা রক্তে রঞ্জিত করে,
হৃদয়ের চিলেকোঠায় তিল তিল করে জমানো
মৃত্যু গুলোকে উড়িয়ে দিল খোলা আকাশে।
হ্যাঁ,- দুপুর দুটো নাগাদ যেই মেয়টি
মরণঝাঁপ দিল চলন্ত মেট্রোর সম্মুখে,
আমি তার কথাই বলছি।
একবারও বলল না কাউকে,-
ঠিক কতখানি মৃত্যুকে পুষেছিল হৃদয়ে!