মৃতের তো কোন শত্রু থাকে না,
আমার শত্রু শত শত।
দেওয়ালে লিখিনি শত্রুর নাম,
শরীরে লিখেছি যত ক্ষত।
এই তো প্রমাণ মরি নাই আমি,
বেঁচে আছি মানুষেরই মত।
মৃতের শহরে বেঁচে আছি আমি
বাড়ছে শত্রু শত শত।

একদিন ঠিক মরে যাব জানি-
মৃতদের মরা মরবো না!
মুখ বুজে বাস্ সেজে রই লাশ।
না না! ওই সমঝোতা করব না!
আজ কবিতায় লিখে যাই তাই,
মৃতের শহরে আমি মরি নাই।
মরনে আপোষ করব না।
মৃতের শহরে মরবো না ভাই,-
মৃতের শহরে মরবো না।