তোমায় আমি বলছি,-
তুমি শুনছো কৃষ্ণকলি?
শরত্ মেঘের আড়াল থেকে
অতলস্পর্শী দুইটি চোখে
আজও আমি তোমায় দেখি নিষ্পলকে।
ছেঁড়া মেঘের ফাঁকটি দিয়ে
সূর্য যখন ঝাপটে পড়ে তোমার গায়ে।
লাজে ঘেরা মুখটি তোমার
রামধনু রঙ ধরে।
তখন আমি তোমায় দেখি নিষ্পলকে।
গেরুয়া রাঙা বিকেল বেলায়
নদীর পাড়ে, দামাল বাতাস দুষ্টুমিতে,
যখন তোমার ওড়না খানা উড়িয়ে নেয়।
লজ্জা পেয়ে কৃষ্ণকলি তুমি যখন
হাত দিয়ে মুখ ঢাকো,
তখন আমি তোমায় দেখি দুষ্টু চোখে।
পাগল করা কালো চুলে কৃষ্ণকলি
যখন তুমি আকাশ ঢাকার চেষ্টা করো।
তখন আমি দুইটি আঁখি বন্ধ করে
ওতপেতে রই তোমার চুলের গন্ধ নিতে।
তোমায় আমি বলছি,-
তুমি শুনছো কৃষ্ণকলি?
শরত্ মেঘের আড়াল থেকে
আজও আমি তোমায় দেখি নিষ্পলকে।