অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ্যে আসছে, এবং স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে, আপনি কবিতাটি না পড়েই মতামত দিয়ে দিলেন।
১. খুব সুন্দর
২. অসাধারণ
৩. অপুর্ব
৪. অনবদ্য
ব্যাস, কাম খালাস। এবার ‘আমার পাতায় আসুন’।
কেউ কেউ তো আছেন একটা কমেন্ট কপি করে, প্রয়োজনে এক আধটি শব্দ চেঞ্জ করে, সব কবিতার নিচে ঝুলিয়ে দেন।
এরকম করবেন না দয়া করে। এভাবে বাংলা সাহিত্য এগিয়ে যেতে পারে না।
সকলের কাছে একটা অনুরোধ.. আপনি যতটুকু সময় পান, সেই সময় আপনাকে ১০০ টি কবিতায় মন্তব্য লিখতে হবে, এমন বাধ্যবাধকতা তো নেই, কেউ তো দিব্যি ও দেয়নি।
ন্যূনতম যেটুকু সময় আপনি কবিতা পাঠে দেন, সে সময় আপনি একটি কবিতা হলেও নিখোঁজ হবে পড়ুন, কবিতাটিতে ভুল থাকলে কবিকে তা বলুন। বানান ভুল গুলো ধরিয়ে দিন। ভুল সংশোধনে আপনি আমাকে সহায়তা করবেন, আমি আপনাকে সহায়তা করবো, ভেবে দেখুন তো এভাবে একে অন্যের পাশে থাকলে কতটা ভালো হয়।