শহর থেকে দলে দলে মানুষ ঢুকে জঙ্গলে
জঙ্গলের বুক চিরে তৈরি হয় পাকা রাস্তা।
তুলে নিলে শেষ দানা বালিটাও
নদীর জল শুকায় হাতিদের চোখে।
তোমার অট্টালিকা আকাশ ছুঁতে চায়
তোমার অট্টালিকা জঙ্গল খেয়ে ফেলে
তবু তোমার ক্ষুধা মেটে না হে মানুষ-
তবু তোমার ক্ষুধা মেটে না।