যখন তুমি টগর তলায় খোলা চুলে,
হব আমি হিমেল মরুৎ প্রভাতলোকে,
পড়ব ঝরে অঝোর ধারায় বৃষ্টি হয়ে,
ভিজিয়ে দেব অঙ্গ তোমার এক পলকে।
হব আমি চন্দ্রাহত তোমার তরে,
ভেজা শাড়ি অঙ্গে, তোমায় জড়িয়ে রবো,
মনের সুখে তোমায় আমি করব আদর,
আমার সকল ভালবাসা তোমায় দেব।
ইচ্ছে করে পরক্ষণে চিরুনি হই তোমার হাতে,
প্রানটি ভরে সিক্ত চুলের গন্ধ নেব,
ভালবাসায় আঁচড়ে দেব সঘন চুল,
তোমায় আমি মনের মতো সাজিয়ে দেব।
অপেক্ষাতে থমকে, তুমি আসবে বলে,
এখন আমি মেঘ সেজেছি আকাশ দেশে,
যেমনি তুমি আসবে হেথায় টগর তলে,
ঝরবো আমি তোমার গায়ে বৃষ্টি বেশে।