দাম ওঠে কুকুরের বাচ্চার
সাড়ে বারো হাজার টাকা।
মানুষের বাচ্চাটি এখনও
নর্দমার আবর্জনায় ঢাকা।
আমরা মানুষ, প্রানী শ্রেষ্ঠ,-
চাঁদ ছুঁতে উঠে যাই মিনারে।
উঁকি মেরে মঙ্গলে খুঁজি জল,
দেখি না নর্দমার কিনারে।
শুনিনা করুণ সেই কান্না
হেডফোন গুঁজে রাখি কন’টায়।
ছুঁড়ে ফেলি সিগারেট ফিল্টার
মরে মরে বাঁচা কচি প্রানটায়।
চোখেতে রঙিন কাঁচ লাগিয়ে,
নাক টিপে খুঁজে নিই অবকাশ।
ভেসে যায় দর্দমার নালিতে
পচে-ওঠা মনুষ্যত্বের লাশ।
মানুষ শ্রেষ্ঠ এই জগতে
মানুষের মূল্য’ই শূন্য।
জীবনধারাটা শুধু আধুনিক
মনুষ্যত্বটা আজও বন্য।