স্বপ্নে দেখি এক টুকরো হিন্দুরাষ্ট্র—
ঠিক শীতের ভোরে নরম মখমলে আলোর মতো
এক টুকরো হিন্দুরাষ্ট্র।
যেখানে কেউ বাঁধা পড়েনা জন্মের শৃঙ্খলে,
মুচির ছেলে মুচি হবে— এমন কোনো নিয়ম নেই।

ক্ষুধার্তের একটাই জাত, ক্ষুধার কোন ধর্ম নেই,
পিপাসার কোন বর্ণ নাই।
যে দেশে কৃষকও পিজ্জা খেতে পারে।
লাঙ্গলের ফলায় ধর্ম নালেখা— এক টুকরো হিন্দুরাষ্ট্র।

ভোরের শিশিরে ভেজা, স্নিগ্ধ, শান্ত,
ঐক্য আর ভালোবাসার—
এক টুকরো হিন্দুরাষ্ট্র। নরম আলোর স্পর্শে
জেগে ওঠা কিছু মানুষের— এক টুকরো হিন্দুরষ্ট্র।