ভাবিনু বুঝিনু বুঝিইনু মনে
দুঃখ সাথে করি সহবাস।
মরিল মারিল হারিল হৃদয়
সাজি আপনার কৃতদাস।
যাহা আছে মনে অতি-সে গোপনে
কভু যদি পায় ডানা।
মনে সুখ এঁকে হাতে হাত রেখে
হাসিতে তো নাহি মানা।
হাসিয়ো বন্ধু নিজ হাসি হেসে
অনহংকৃত ভালোবাসা বেসে,
দুনিয়ায় যদি নাহি রয় রবি
নাহি রয় তারা নাহি শুকতারা,
নাহি রয় বাঁকা চাঁদ।
হাসিয়ো- তবু হাসাইয়ো জনে
বুকভরা হাসি আঁকো আনমনে
দীর্ঘশ্বাস নাহি ভাবি তুমি
টানো প্রাণবায়ু প্রাণভরে
আহঃ কি আনন্দ! হাসি হাসাইতে
আহঃ কি শান্তি!
আহঃ সে কি পরমাদ.....