সাবাই দেখো এগিয়ে
মঙ্গলে কেউ চাঁদে।
তোমার সাধের মাতৃভূমি
ক্ষুধার জ্বালায় কাঁদে।
আজও চাঁদে লাগলে গ্রহণ
ভাতের হাঁড়ি ফেল।
দুনিয়া ব্যস্ত ফুটবলে,
তোমরা হিন্দু মুসলিম খেল।
এখনো তুমি মুসলিম
ওরা হিন্দু হয়েই আছে।
কথায় কথায় টিকির দৈর্ঘ্য
দাড়ির ধরন বাছে।
টাক টিকি দাড়ি টুপি
এসব কিছুর ফাঁকে,
কখনো কি উল্টেপাল্টে
দেখেছো বিশ্বটাকে?
কখনো কি চেয়েছ কারো
নগ্ন আঁখি পানে?
তফাৎ কি তায় পড়ে ধরা
হিন্দু মুসলমানে?
একবার চাঁদে দু পা রাখো
দু চোখ রাখো বিশ্বে।
মানুষ তুমি অবাক হবে
বিচিত্র এক দৃশ্যে।
ঘৃণায় চোখে উঠবে রক্ত
উগরে আসবে বমি।
পৃথিবীতে ও গ্রহন লাগে
গ্রাস করো রোজ তুমি।