ছন্নছাড়ার ছন্ন ছড়ায়
শব্দ মেঘের উল্লাপাড়ায়
বৃষ্টি ঝরে চুপটি করে
হলদে দিগন্তে।

নীল দিগন্ত ধূসর হল
কৃষ্ণচূড়ায় রং ফুরালো!
শিকল বাঁধি নিজের পায়ে
নিজের অজান্তে।

শ্বাসকষ্টে প্রাণ সংশয়!
গন্ধ তবু মন্দ তো নয়,
গন্ধ চুরি করতে এলাম,-
অন্য বসন্তে।