কাছ থেকে জীবন দেখেছি
শত মৃত্যুর ভিড়ে,
বাবুই পাখিও ততো কাছে নই
তার আপনার নীড়ে।

জীবন আমারে প্রেমিক চিনেছে
মৃত্যুর মালা গেঁথে।
ঝড়ঝঞ্জা আসুক যা-খুশি
পরিযায়ী একসাথে।

আমার প্রেমিকা লক্ষতে গোনা
মৃত্যুর যত মানে।
সহস্রবার যেতে প্রস্তুত
ভ্যালাডিরো অভিযানে।




কত বনলতা কত লাবণ্য
কলির কৃষ্ণকলি,
পাহাড় নদী বন জল জমি
আরো কত নাম বলি...

কত সাগরের গর্জন শুনি
শত নদী তোলে ঢেউ।
সবাই আমারে প্রেমিক করেছে
প্রেমিকা হয়নি কেউ।

বাসা বাঁধিবার বৃথা এ স্বপ্ন
পাখি আমি পরিযায়ী।
যতবার তাই ফিরে ফিরে আসি
তত বেশি দূরে যাই।



আমি ভালোবাসি আগ্নিচুর্ণ
আগুনের ফুলঝারা।
রাতের আধারে আমি ভালোবাসি
খসে খসে পড়া তারা।

যে পথ দিয়ে চলে যেতে চাই
সেই পথে ফিরে আসা।
এইযে মরা এইযে বাঁচা
এর নাম ও ভালোবাসা।

আজব দুনিয়া আজব এ মন
কিছু কাড়ি কিছু বাঁটি।
রাজপথটাকে ভালোবেসে
আমি ফুটপাতে রোজ হাটি।