ক্লান্তিহীনা যুদ্ধ তোমার, নিজের সাথে,-
অলস ভোরে,- ভরদুপুরে মধ্যরাতে।
রক্ত জমাট হৃদপিন্ডে, মস্তিষ্কে রক্তক্ষরণ,
কেউ খোঁচা দেয়, চিমটি কাটে,
অকাতরে,- কেউ দেয় সায়।
সমাজ শেখায়, লাল-হলুদের সন্ধি বারণ।
তোমার যুদ্ধ সমাজ ঘিরে, রোজ প্রভাতে।
মস্তিষ্কে হৃৎপিণ্ডে, শিরায় শিরায় নিজের সাথে।
জানি আমি, যোদ্ধা তুমি পরাক্রমী।
কষ্ট সয়ে গড়বে নজির যুদ্ধ জয়ে।
তবু লাগে খুব অসহায়। বেঁধেছি হাত।
পারবো না কো লড়তে লড়াই তোমার হয়ে,
তোমার সাথে।
আমি ও যে লড়ছি নিজেই অন্য মনে।
আমার ও যে রক্ত নদী সংগোপনে,
লবনাক্ত ঝর্না ধারা, সাগর খুঁজে দিবানিশি।
আমি ও যে যন্ত্রণা সই, স্বপ্ন লুটাই ছাইতে মিশি।