চোদ্দো নম্বর লাশকাটা ঘরে
দুটো লাশ কথা বলে,-
একজন ছবি চুরি করতে করতে
দেখছিল একটি আগুনের গোলা
ধেয়ে আসছে তার দিকে।
তাকেই চুরি করার সাহস জাগে মনে,
শেষমেষ বুঝে উঠতে পারেনি,
কাকে ফেলে আসবে ওখানে-
ক্যামেরা নাকি লাশ...
অন্য জন গান গাইতে গাইতে
রুটি চুরি করছিল,
কানে আসে গুলির আওয়াজ,
গান গাইবো নাকি রুটিটা মুখে পুরবো...
গান থামার আগেই গুলিটা এসে
শরীর ভেদ করে গেল অনায়াসে।