চাঁদ ডাকি কহে, ভানু তুমি গেলে বাঁচি।
তোমার উত্তাপে ধরা হল ধরাশায়ী।
দয়া কি জাগে না তব পাষাণ হৃদয়ে?
নাকি দয়া নামে কিছু তব হৃদে নাই?
আমাতে চাহিয়া দেখো এ রূপ মাধুরী।
আমার আলোয় রাতি মায়াবিনী সাজে।
জোছনায় উদ্বুদ্ধ করি চরাচর,-
শ্রেষ্ঠ আসনে বসি কোটি তারা মাঝে।
ভানু কিছু নাহি কয়, শুধু মৃদু হাসে।
আর ভাবে হককথা বলিয়াছো তাও।
মনে মনে কয় ভানু মুখে হাত চেপে,
তুমি চাঁদ এত আলো কোথা হতে পাও?