আমি এক ছন্নছাড়া বন্য বিহগ
বিশ্বাস নয় শ্বাস-ই বাঁচায়।
কী এসে যায় যদি না রই
তোমার তৈরি সোনার খাঁচায়।
গাছের ডালে ঘুনের বাসা,
বিশ্বাস তো আপন ডানায়।
ডাল ভেঙ্গে যায় সঙ্কা সদা,
স্তব্ধতা কি আমার মানায়!
যাক ভেঙে যাক সমস্ত ডাল
শিকড় ছিঁড়ুক বৃক্ষরাজের।
পড়ুক ঝরে সমস্ত ফুল
সব আবেগি সব অকাজের।
কল্পনাতে ভিজে কি লাভ
বাস্তবে তো ভীষণ ঘামি।
সব ঋতুরই রকম চিনি,
সব রোগে ভুগেছি আমি।
আপনি যদি না দিই ধরা
অয়স দৃঢ় প্রণয় ফাঁদে।
দুঃসাহসী কেমন সে ব্যাধ
কেমন করে আমায় বাঁধে।
আমি এক ছন্নছাড়া বন্য বিহগ
আমার বাসা বাঁধতে মানা
লিখলে চিঠি উড়িয়ে দিও
ঠিকানা- সেই দূর অজানা।