তবু বিশ্বাস পবিত্র ব্যাধি আজও
সৃষ্টি হয়নি আজও যার ভ্যাকসিন
রাজার কুমার মৃতদেহ সাজে রোজ
জ্যোৎস্নার হাতে তুলে দিতে হয় বীন।
বরফের মতো হাতের মুঠোয় হারিয়ে
অবিশ্বাসে মুঠো খুলবার ভয়
বিশ্বাসে বিষ মিলিয়ে যাওয়ার গল্পে
অল্প হলেও কণ্ঠটা নীল হয়।
বিশ্বাস শুধু ভ্রমের জন্ম দেয়
বিশ্বাস শুধু ভ্রান্তি প্রসব করে
মিথ্যে আবেগী প্রেমের বাসর সাজে-
বিশ্বাসে ভীরু ধর্মান্ধরা মরে।