মন থেকে আলো চুরি করে যারা
মোমবাতি জ্বালে ধর্মতলায়-
মন থেকে আলো চুরি গেলে যারা
আগুন জ্বালায় খড়ের চালায়-
ওরা ভাগ করে আলোর ধর্ম, ধোঁয়ার নেশায়।
মন থেকে রঙ চুরি করে যারা
রক্তে রাঙায় আকাশ মাটি-
যাদের শরীরে লাল রক্ত,
সোনার তৈরি পাথরবাটি-
ওরা ভাগ করে রক্ত-বর্ণ! কোন লালসায়?
আকাশের তারা চুরি করে যারা
মাটির বুকে উল্কা খোঁজে-
মাটির প্রদীপ চুরি করে যারা
শ্মশানে চিতায় দৃষ্টি গোঁজে-
ওরা ভাগ করে মাটিকে মানুষে সে-কি পরমাদে।
বন থেকে কাঠ চুরি করে যারা
আগুন নেভায় শক্তিবলে-
বন থেকে কাঠ চুরি গেলে যারা
আগুন লাগায় বনাঞ্চলে-
ওরা ভাগ করে আমার মেদিনী কোন সুবাদে?
যারা চুরি করে পাহাড় নদী সাগর মাটি,-
চোর নয় তারা,- মানববন্ধু সত্যসন্ধ।
যারা চুরি করে নিজের নিজেকে,
আলোকবর্ষ খুঁজে চলে শুধু ভারতবর্ষ।
তাদের গা'টা ভীষণ গন্ধ, ভীষন গন্ধ!
ওরা চুরি করে একটু স্বপ্ন, একটুকু নীল,
ওরা চুরি করে আলোকচূর্ন অগ্নিহর্ষ,
মাঠ থেকে ঘর,- ঘর থেকে মাঠ,
আতুর ঘর আর শ্মশান ভূমি,
মাঝখানে এই পথটা ওদের ভারতবর্ষ।