উপেন মুচির বাপ মরেছে অমাবস্যার রাতে।
আজ সকালে শ্রাদ্ধ দেবে হিন্দু ধর্ম মতে।
চরণ তলে পড়ল উপেন বলল দ্বিজ সবে।
যে করে হোক বাপটারে তার স্বর্গ দিতে হবে।
নিখুঁত ছিল সবটা, উপেন মেনেছে সব রীতি।
গন্ডগোলটা বাধিয়ে দিল নিচু জাতির প্রীতি।
গলার মালা কাঁধের পাল্লা ফেলছে প্রভু সব।
“ছিঃ ছিঃ ছিঃ করলি একি!” গেল গেল রব।
এ কোন পাপের সাক্ষী হল উপেন মুচির ভিটে!
মারছে গায়ে গোমূত্র আর গঙ্গা জলের ছিটে।
উপেন কিছু বলতে চেয়ে, করেছে হাত জড়ো-
প্রভুর মুঠো হাতের ওজন তার চেয়ে অনেক বড়।
কি বলে কি করে এখন উপেন ভয়ে ম্লান।
“প্রভু নেহাত করেছি ভুল হস্তে মাল্যদান।”
বললে প্রভু, “চুপ থাক তুই নিচু জাতের লোক।
শিক্ষায় তোর ভগবানের কৃপা দৃষ্টি হোক।
ব্রাহ্মণে ছোঁয় কোন সাহসে? মূর্খ - নিরক্ষর!
জাতি-বর্ণ-উচ্চ-নিচ বোধ টুকু নাই তোর?”
ভয়ে জড় উপেন মুচি পাপ-পুণ্য ভাবে।
আজ হতে সাত সাতটি জনম নরকে ঠাঁই হবে।
হাঁটুর বলে কাঁপা গলায় করজোড়ে মুচি..
“প্রভু কোন বিধান আছে এ পাপ থেকে বাঁচি?
প্রভুর ক্রোধে যুক্তি আছে ভক্তরাও কয়।
মুচি হয়ে ব্রাহ্মণে ছোঁয়! ব্রহ্ম নাহি সয়।
একশত এক ব্রহ্ম জ্ঞানীর সেবা দিতে হবে।
ধর্ম মতে এ পাপ হতে মুক্তি পাবি তবে।
শাস্তি হলো মুক্তি পেলাম এটুক ঢুকলো ঘটে।
আমরা মুচি জুতা সিলাই Out of Cast বটে।
মড়ার উপর গামছা ফেলে দক্ষিণা চায় যারা
ভগবানের বর্ণ প্রথায় উচ্চবর্ণ তারা।