আবেগে শরীরের প্রতিটি শিরা ফুলিয়ে,
চব্বিশ বছরের এক যুবক, ভারত থেকে
একটি পাথর ছুড়ে মারল ইজরায়েলে।
ইজরায়েলের আকাশে মেঘ ঘনালে
ভারতের মাটি যেমন নরম হয় না।
কোন ভারতীয়র উনুনে কাঠ পুড়লে
ইজরায়েলে চা যেমন গরম হয় না।
ঠিক তেমনই শুধু কয়েক ফোঁটা রক্ত
ছড়িয়ে ছিটিয়ে পড়ল উঠানে, ঘাসে,
মানকচুর পাতায় আর শূন্য টবে।
একটি ভারতবর্ষের একটি কোনে।
চব্বিশ বছরের এক ভারতীয় যুবক
বুক থেকে ছিঁড়ে আনা ধূসর হৃদপিণ্ড হাতে
আবার নিশানা সাঁধে জেরুজালেম।
কান্নায় জারি ছিল ২৬৯ ধারা,-
থুড়ি,- কানে জারি ছিল ২৬৯ ধারা।
কেউই শুনতে পায়নি, কিন্তু সবাই দেখেছে
জলন্ত এক উল্কা ধেয়ে আসে খড়ের চালায়।
সবাই তখন লেপের তলায় ভীষণ শীতে!
হাজার মাইল দূরে কারো ঘরে আগুন লাগে
লক্ষ হাতের মুঠো খুলে যায় উষ্ণতা নিতে।
পরদিন সকালে একটি গোলাপ ফুটলো
জেরুজালেমে, সন্ধ্যায় রজনীগন্ধা ইজরায়েলে।
গন্ধ পেয়েছিল সারা ভারতবর্ষ,
পচে গলে যাওয়া লাশের দূর্গন্ধ ছাপিয়ে।