আশারাম বাপুরে
স্বপ্নালো ঠাকুরে
আয় বাবা চুষে খা-
ভণ্ডামি শিখে যা।
মানুষের চোখ নাই,
জ্ঞান বুদ্ধি কিছু নাই,
দেখেও সে দেখে না,
ঠকে তবু শেখে না।
বছরে বারোটা মাস
করে শুধু ফোঁসফাঁস
কিন্তু সে কাটে না
চিরে যায়, ফাটে না।
দিয়ে যা কু-প্রবচন
কর খুন ধর্ষণ,
লুটেপুটে সব খা
এ সুযোগে চুষে যা।
পরে পরে শ্যাম দেব
বাম দেব কাম দেব
ওয়েটিং লিস্টে,
এ সুযোগে পাবি না।
(কবি সুকুমার রায়ের ‘বাবুরাম সাপুড়ে’ ছড়ায় লিরিক্স অনুসরণ করে লেখা। কবি সুকুমার রায়ের নিকট ঋণী।)