মাঠ পেরিয়ে রাজপথে যাই ঝান্ডা ধরি,
ফসল ফলাই শাসক বানাই রাতারাত।
বসেন রাজা সিংহাসনে আদেশ করেন-
লড়াই শুরু,- পোলাও বনাম পান্তাভাত।
কাস্তে রাখি কোদাল ধরি রাস্তা বানাই,
রাজ পেয়াদা শ্লোগান ধরে “জয় কিষান”।
ধর্ম প্রেমে অন্ধ রাজা যুদ্ধে চলেন,
উল্টো দিকে ঘুরিয়ে দিয়ে জলকামান।
জ্যৈষ্ঠ রোদে পোড়ানো এই চামড়া পিঠের
আষাঢ় মেঘও ভেজাবে তার সাধ্য নাই।
যতটা জল আছে তোর ওই জল কামানে
আমরা কৃষক তারচেয়ে বেশি ঘাম ঝরাই।