আমি মেঘ হব আষাঢ়ের রোদ হব পৌষে,
ফাগুনে আগুন হব তোকে ভালোবেসে।
আমি পল্লীর পথ হব জল হব ঝর্ণার,
দামাল বাতাস হব ঢেউ হব মোহনার।
আমি ভোরের শিশির হব হেমন্তী ঘাসে,
হব কুয়াশার রেখা দূরে বাইপাসে।
আগুনের গোলা হব লাল লেলিহান,
হব প্রেয়সীর চোখে স্বপ্ন সোপান।
আমি মাদলের ডাং হব বাঁশির বাতাস,
প্রেম হব নদী তটে মিঠে অবকাশ।
আগামীর গান হব অতীতের প্রাণ,
আমি বর্তমানের কবি ছন্দে ছ-টান।
আমি রামধনু রঙ হব কুয়াশার গায়,
হব ঘুঙুরের তোড়া হাঁসেদের পায়।
আমি বান হব বিভীষণ, হব প্রখর খরা,
হব উন্মাদনা আমি তীব্র জ্বরা।
আমি সন্ধ্যার সমতল নীরব নিথর,
আমি সমুদ্র সুনামী বৈশাখী ঝড়।
হব আগুনের গোলা ফিরে সে আগুনে ঘী,
আমিই মানব সেই আমি দানবী।
হব নিঝুম নিগুঢ় আমি রাত্রির কালো,
সে রাতেই হব আমি প্রদীপের আলো।
আমি দিন হব দুদিয়ার,- হব দিবাকর,
রৌদ্র হব আমি, তিগ্ম প্রখর!
আমি জীব হব জীবনের, জীবের জীবন,
সবুজে সবুজ হব, আমি হব ঘন বন।
নেব প্রাণ হব আমি কার্বনডাই অক্সাইড,
আমিই হব মৃত্যু পটাসিয়াম সায়ানাইড।