চাঁদ বলে, রাত তুমি কুৎসিত অতি।
পেয়েছ মায়াবী রূপ আমার দৌলতে।
আমি যদি মুখ ঢাকি মেঘের চাদরে,
পাবে না যায়গা তুমি মোহিত জগতে।
রাত কিছু নাহি কয় শুধু মৃদু হাসে।
মনে মনে ভাবে, আহঃ যা বলেছ চাঁদা!
তা- কুৎসিত আমি যদি না রই জগতে,
লোক কি বুঝিবে কভু তোমার মর্যাদা?