রাত্রি শীতল, সদর দরজা খোলা।
কড়া নাড়ার নাইকো প্রয়োজন।
প্রশ্নগুলো উল্টেপাল্টে খেলে,
বৃষ্টি দূরে সহস্র যোজন।
বুকের ভেতর পাথর চেপে রেখে,
ব্যথার মাঝে ঘুমাও কি আজও?
রোজই একটি প্রশ্ন ছুঁড়ে যাই,
অবনী তুমি ভালো আছো তো?
কোই? তুমি চাওনা তো একবার ও!
দরজা খুলে মনেই দিলে খিল।
বারোটা মাস রয়েছি কান পেতে
একটি শব্দ-- তাও কি মুশকিল?
রাতের মেঘ ঘরের চালায় ঠেকে।
শীতল হাওয়া জানলায় দেয় উঁকি।
প্রদীপ খানি নিভে যেতে দেখি।
দেখি তুমি ধোঁয়ার সাজে সাজো।
আমি তো সেই একটি প্রশ্ন করি
অবনী তুমি ভালো আছো তো?
(শুভ জন্মদিনে
কবি শক্তি চট্টোপাধ্যায় স্মরণে।।)