রিমঝিম বৃষ্টিতে নৌকা ভাসাই,
তবে কখনো ভাসিনি জলে।
আসমানী নীল চোখে কখনো দেখিনি আমি।
কখনো খেলিনি আমি কারো ভেজা চুলে।
চির ফাঁকা মাস্তুলে
আমি কখনো আঁকিনি কারো অভ্র হিজাব।
তবে আজ আমি দেখি তোকে,
কমজোর দূরবীনে।
নোঙর ফেলেছে নাঙ তোর দরিয়ায়।
নেমেছি অথৈ জলে খেতে হাবুডুবু।
তবু কখনো মাপিনি জল।
কখনো ভিজিনি আমি শত ডুব দিয়ে।
তবে আজ আমি তোকে আঁকি
আমার দেয়াল জুড়ে।
আজ আমি রাখি চোখ তোর নীল চোখে।
আমি কখনো দেখিনি তোকে
আসমানী নীল চোখে।
আজ আমি তোকে দেখি আসমানী নীলে।