তোমাকে খুবই ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি।
তুমি আমায় ভালো বাসো কি বাসোনা,
তাতে আমার কিছুই যায় আসে না!
"তুমি কি আমাকে ভালোবাসো?"
ভুলেও একথা বলবো না।
যদি বলে দাও তুমি আমাকে ভালোবাসো না,
ভেঙে যাবে যত্নে গড়া আমার প্রেমের আয়না।
যে আয়না দিয়ে যেমন ইচ্ছে তেমন রূপে তোমায় দেখি।
সকাল সন্ধ্যে যার পানে আমি এক পলকে তাকিয়ে থাকি।
হয়তো এই গোপন প্রেমের সন্ধান কোনো দিন তুমি পাবেনা!
তবু এ মনের আয়না থেকে তোমাকে সরানো যাবেনা।
গোপনে ভালো বাসবো তোমায়,
নাই বা জানলে তুমি আমায়।
কাছেই যদি না আসো তুমি, দূরেতে কিভাবে যাবে?
নাই বা যদি পাই গো তোমায়, কিভাবে তুমি হারাবে?
মোর প্রেমে নাহি হারাবার ভয়, নাহি বিচ্ছেদ বেদনা।
যদি কভু পাও মোর প্রেম গাথা মোর কথা ভাবি কেঁদোনা।