#ঘুষ#
ঘুষ নেয় অফিসার
কেরানিও ছাড়ে না।
ঘুষ ছাড়া সরকারী
বাবু কাজ করে না।।

কারো বেতন বিশ হাজার
কারো ত্রিশ - হাজারে,
তবু বলে, এ টাকায়
চলে এই বাজারে!

ঘুষের টাকাটি পেলে
মুখে হাসি ধরে না,
ঘুষ না পেলে ফাইল
একচুলও নড়ে না।।

কেউ নেয় পাঁচশত
একশত কেউ পায়,
কারো ঘুষ হাজারেতে,
পাঁচ হাজার কেউ চায়।।

কেউ নেয় ড্রয়ারেতে,
কেউ নেয় আড়ালে
কাজটি করবে বাবু
ঘুষটুকু বাড়ালে।।

তিনতলা বাড়ি চাই
মোজাইক করা,
ঘুষের চাহিদা ভাই
তাই এত চড়া।।

স্নোশেম রং হবে
ভেতরে ও বাইরে
তাই বলি, এই মাসে
লাখ টাকা চাই রে।।

এল সি ডি টিভি চাই,
এসিও লাগাবো
ডি ভি ডি আনবো ঘরে
সিডি টা ভাগাবো।।

বউ এর গয়না চাই
আটগাছা চুড়ি,
হীরের আংটি তাতে
সোনা দুই ভড়ি।।

কোমরে কোমর - বন্ধ
গলায় সোনার হার
ঘুষ যদি না নিই তবে
করতে হবে ধার।।

ছেলেটা বায়না ধরে
ল্যাপটপ নিয়ে
ওটাও কিনতে হবে
ঘুষের টাকা দিয়ে।।

মেয়ের স্কুলে লাগে
মোটা টাকা মাইনা
এসকল হয়ে গেলে
আর ঘুষ চাইনা।

ঘুষের বহর দেখে
লেগে যায় তাক
কাজটি হাসিল হবে
ঘুষ যায় যাক।।
      ---