অনেক রাত হল এবার ডাইরির পাতা বন্ধ হক ,
পেনের কালি হাত ভরেছে
জানিনা কাল এই লেখা পাঠকের মন ভরবে কি না।
খালি পেটে ঘুম আসে না
কটা মুড়ির দানা আছে না ? আজকের রাতটা মুড়ি জলেই সাঁতার কাটি ।
ও বলেছিল শোবার আগে একটা মিস কল দিতে
এত রাতে আমার জন্য কি জেগে আছে ?
একটা সময় সকাল শুরু হত ওর সুন্দর মেসেজ দিয়ে
আর রাত শেষ হত অনেক আদর ভঁরা চুম্বনে ।
রনিদা বলেছিল কাল দেখা করতে একবার
আমার একটা লেখা নাকি অদের অফিসের ম্যাগাজিনে ছাপা হবে ,
রনিদা কে তার জন্য একটা কবিতা লিখে দিতে হবে ,
রনিদা আমার জন্য এত কিছু করে আমি একটা কবিতা লিখে দিতে পারবনা ।
সিগারেট এর শেষ টানে খুঁজে পাওয়া দমকে হাওয়া মেলাতে দেওয়া যাবেনা ।
বাড়ি বাড়ি নিউজ পেপার আর গটা কয়েক ছাত্র নিয়ে মাসের শেষে হাড়ি চলা দুষ্কর ,
এই লড়াই শুধু বেঁচে থাকার লড়াই নয় , নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াই,
এই লড়াই স্বপ্ন পুড়নের লড়াই ,
বাইরে শিউলি ফুলের গন্ধ , দূরে কথাও ঢাকের আওয়াজ শোনা যাছে ,
এত কিছুর মাঝে পুঁজর দিনগুলি সত্যি সবকিছু ভুলিয়ে দেয়।
না অনেক রাত হল ...