শিক্ষকতা সম্মানীয়
সর্ব কর্মের থেকে।
শিক্ষক হল সবার গুরু
যারা ভাবেন মনে এঁকে।
শিক্ষক তো সবার আগে
মনে করি আমি।
কর্ম যোগের দৃষ্টিতে
হয় অনেক দামী।
শিক্ষক তো গড়ে তোলে
শ্রেষ্ঠ ছাত্র/ছাত্রী।
তারপরেই তারা করে অনেক
বড়ো বড়ো ব্যারিষ্টারি।
শিক্ষক তো গড়ে তোলে
অনেক বড়ো মানুষ।
তাও তারা করে অনেক
বড়ো বড়ো দোষ।
শিক্ষকেরই ফলে হয়
অনেক মানুষ মুক্তার।
তারপরই তারা হয়ে থাকে
বড়ো বড়ো ডাক্তার।
শিক্ষক শেখায় অনেক বড়ো
জীবনের পথে চলা।
শিক্ষক সম্মন্ধে আছে আমার
অনেক কিছুই বলা।
শিক্ষকই তো মা সরস্বতী
হয়ে থাকে তাদের মন।
তারই জন্য তাঁরা অনেক বড়ো
শিক্ষা গুরুজন।