সময় হয়নি
এখনও সময় হয়নি পাখিদের কলতান থেকে কান ফিরিয়ে নেওয়ার
সময় হয়নি আজন্ম লালিত আকাংখার অপ্রাপ্তিতে হাহুতাশ করার
আমার মানসিক অবসাদের কারণ বলেছিল যে বিপত্নীক তার হৃদয়ে বাসা বেঁধেছে ময়াল সাপ
এখন শুধু সাইক্লোনের মতো শোনা যায় সময়ের স্রোত
আমি কলম ধরলে স্নায়ু থেকে রক্ত ঝরে পড়ে
অলিখিত নিষেধাজ্ঞা জীবিত শবের নীম্নদেশে
আসমুদ্রহিমাচল অপেক্ষা করে সঠিক সময়ের .