আমি যখন কবি,
তখন আমি একটি জড় পদার্থের মধ্যেও
প্রাণ খুঁজে পাই।
যেমন একটি গাছ, যখন আমি একটা
গাছকে বুঝতে চাই তখন আমি যেন
গাছের প্রাণের ভেতর ঢুকে পড়ি,
আর তার দুঃখ, বেদনা, আনন্দ যেন আমার সাথে মিশে যায়
মনে হয় তার কষ্ট মানে আমার কষ্ট
একটা কবিতা যদি পাথরকে খুঁজতে চাই
তবে ওই পাথরটা যেন আমি হয়ে যাই
পাথরের মনকে বুঝতে চাই
যদিও সবাই বলে পাথরের কি মন আছে যা?
যত্ত সব পাগলামো
তবে হ্যাঁ তাদের কাছে পাগলামো
আর আমার কাছে ওটাই কবিতার ভাষা.....