ছন্দ ছুয়ে যায়
চকিতে ঘুমের দরজা খুলে
নিমন্ত্রণ দিতে চাই
ছন্দের দোষ নেই
বরং হাপিত্যেশ করি
ছন্দই নেই
হারিয়ে গেছে রুপালি রুপকথায়
ফেরানোর গান আজ বোবা
প্রভাতে জ্বলে না সুরের চোখ
তিমিরের আশায় চোখ মুদি
তিমির জানে, অন্ধকার ই সুখ
ছন্দ কী? না মহাকালের রুপক নয়,
আমিই বর্তমান, আমিই ছন্দ
অপেক্ষায়