লাল ওই সূর্য
আভা বিলিয়ে যায়,
কালো তো ওই রাত
ছিনিয়ে নিয়ে যায়।
কালো তো ওই কয়লা
তপ্ত ইতিহাসের সাক্ষী,
লাল তো ওই মানুষের রক্ত
কালো ইতিহাসের সাক্ষী।
আমি তুমি লড়ে মরে রই
এক রাস্তার ধারে
আমার তোমার লাল মিলে
ভাই-ভাই ডাক পাড়ে
আমার তুমি তোমার আমি
তবে আগুন জ্বালল কে
জেনে নাও, সে তো আরেক আমিই
বসি আমাদের ওপর,
আমাদেরই লুটে খেয়ে।