ক্যানভাসের সেই বিভ্রান্ত সত্তা
মূর্তিমান হলেও
আয়না দেখায়,
জগতটিই যেন আয়না
জীবন বন্দি ক্যানভাসের দরজায়।

কালি পুরনো, বাধাই পুরনো
নির্মম প্রতিচ্ছবি,
ঘুনে খাওয়া সকল স্বপ্ন রেখে
মৃত্যুর প্রবাহে
সন্ধ্যার মৃতপ্রায় কবি।