আমি চাই না হতে রবীন্দ্রনাথ,
আমি চাই না হতে নজরুল |
আমি চাই যে শুধু হতে--
তাদের পায়ে মারিয়ে যাওয়া,
দলিত দূর্বা ঘাসের ফুল |

আমি নাই বা হলাম শিখর হিমাদ্রী,
আমি নাই বা পেলাম সাগর তুল্য জ্ঞান |
আমি নাই বা পেলাম কবির খেতাব,
আমি নাই বা পেলাম তাদের সম বল |

আমি চাই যে শুধু হতে,
রবীন্দ্রালোকে একটু দীপ্তিমান |
আমি চাই যে শুধু হতে,
নজরুল সম একটু রৌদ্রোজ্বল |

আমি চাই না হতে রবীন্দ্রনাথ,
আমি চাই না হতে নজরুল |
আমি চাই যে শুধু হতে--
তাদের পায়ে মারিয়ে যাওয়া,
দলিত দূর্বা ঘাসের ফুল |