তোর তখন আকাশছোয়া নাম,
আমার চালে মন খারাপের হানা।
কৃষ্ণচুড়ায় রঙীন খোপা তোর,
আমার তখন হোঁচট খেতে মানা।
আমার এখন মস্ত বড় বিকেল,
কাটছে প্রহর প্রখর কালো তাপে।
খোলা চুলে তুই দূর সাগরের পাড়ে,
আমার খেয়া ডুবলো প্রবল ঢেউয়ের চাপে।
আমিও হেটেছি কত রাত,
কত নিস্তব্ধ ক্লান্তিতে।
কত আক্ষেপের ভীড়ে,
কত হতাশার ভ্রান্তিতে।
দেখেছি তোর রক্তেও লাঞ্ছনা
মিশে আছে ক্ষতবিক্ষত হয়ে।
কত আবেগ নিঃস্ব হয়েছে
গোপনে কনকনে শীত সয়ে।
আবার বৃষ্টিতে ভিজে হতে চায় অবাধ্য,
আবার আলগুছো কাটুক সারাদিন।
তোর অপেক্ষার অতীত পুড়িয়ে
হই না আবার মনুষ্যত্বহীন।
হয়ত হবে না শেষ, হারানোর বিদ্বেষ,
হয়ত অদূর ভবিষ্যতেও মিটবেনা ক্ষত।
তবে আমার অস্তিত্ব লড়বে কেমনে,
যার শিরা উপশিরায় বেঁচে তোর ব্যাক্তিগত।