তুমি হবে কি আমার ভ্যালেনটাইন
——————————
সুপ্রিয়া চৌধুরী
—————-
তুমি হবে আমার ভ্যালেনটাইন ………….?
…………………..
ফিসফিসিয়ে বললো আকাশ, বাতাস ও বলছে সাথে-
নির্বাক চোখে দেখি অপলকে
ফাগুন ছিটানো পূবাকাশ যেন হাতছানি দিয়ে ডাকে !
সম্বিত ফিরে চাই ধীরে ধীরে
আহা ! মাঘ মাস শেষে এ নীলাকাশ মেঘমুক্ত
প্রকৃতি প্রেমের আহ্বানে আজ আমি সিক্ত, পরিব্যাপ্ত !
কলকল রবে বয়ে যায় নদী
সুখে দুখে সে যে আছে নিরবধি
ক্ষণিকের তরে ভালবেসে তারে, পেয়েছো কখনো প্রাণের অমোঘ টান ?
ভেবেছো কি তারে কখনো তোমার প্রেমের ভ্যালেনটাইন ?
যেদিকে তাকাই প্রকৃতির প্রেমে আবেগে সঘনে
শুনি কেবলই ভালবাসাবাসির গান
প্রকৃতির মাঝেই
খুঁজে পাই আমার প্রেমের ভ্যালেনটাইন।
——————————————————