তবু একটুকু আশা
—————
      সুপ্রিয়া চৌধুরী
       —————
মৃত্যু হলো মানবিকতার  আবার ও এই ভবে !!
কেউ বা বলেন
খেলাধূলো অনেক হলো সাঙ্গ করো সবে
বিচার বিচার খেলা ছেড়ে এসো ত উৎসবে !
এমনটা ও হবে ??
হায় ! আজ ও দেখি  বিচারের বাণী
দিকে দিকে কাঁদছে নীরবে।

মৃত্যু হলো স্বাধীনতার এবার অবশেষে
সবাই বলে
আমরা নাকি আছি সে এক গণতান্ত্রিক দেশে
মনের কথা বললে খুলেই  শমন আসে শেষে ?
একি সর্বনেশে !!
তাই তো বলি দেশ টা আছে হীরক রাজার বশে।

সব হারিয়ে,-সারিয়ে তোলার দেখছি ক্ষীণ আশা !!
ছন্নছাড়া এই সমাজে
তাই তো আশার প্রদীপ জ্বেলে
সামিল হই রোজ  মিছিলে
সদিচ্ছা আর সদ্ভাবনায় যদি মেলে কোনো দিশা  !!
———————————————