স্বামী বিবেকানন্দ স্মরণে
———————
সুপ্রিয়া চৌধুরী
—————
বীর সন্ন্যাসী বিবেকানন্দ, তুমি এক বিস্ময় !
গাইতে শেখালে তুমিই সবারে মানবিকতার জয়-
কত শত তোমার অমৃত বাণী আজও আছে অক্ষয়।
অনন্ত জ্ঞানের ভাণ্ডার তুমি অঙ্গে গেরুয়া বসন,
সন্ন্যাসী তুমি তেজস্বী তাপস, উদার দৃষ্টিকোণ !
তোমার আদর্শ চিন্তাধারায় গড়েছো জীবন দর্শন।
তোমার আদর্শ সাহস জাগালো অসংখ্য তরুণ মনে-
ভ্রাতা ভগিনী রূপে স্বীকৃতি দিলে আপামর জনগণে
প্রণমি তোমায়‘জাতীয় যুব দিবসে’তোমারই জন্মদিনে।
——————————————————————