সত্যি করে বলো তো মা !
———————
     সুপ্রিয়া চৌধুরী
     ————-
মা  !
তুমি কোথায় আছো, কেমন আছো  ?
কই ! ভাবছো না তো আমার কথা !
একটু ফিরতে দেরী হলে
বকে নিয়ে ধমকে দিয়ে
জড়িয়ে ধরে বুকে তোমার চুমু দিয়ে ভরিয়ে দিতে অশ্রুধারায় !
মূল্য দিতে পারিনি সেই ভালবাসার !
তাই বুঝি মা চলে গেলে আকাশ মাঝে ?

সত্যি করে বলো তো মা !
এখন যখন দেরী করে বাড়ী ফিরি
কিংবা যখন মন খারাপে লুকিয়ে কাঁদি,-
তুমি ও কি মা আমার সাথে আমার হয়ে কেঁদে বেড়াও
ওই আকাশে ?
তাই তো আমি মাঝে মাঝেই আকাশ পানে
চেয়ে থাকি।
দিনের আকাশ বড্ড খারাপ, কড়া মেজাজ-
আমার থেকে সারাক্ষণই তোমায় যেন লুকিয়ে রাখে !
রাতের আকাশ মায়ায় ভরা
ঠিক যেন সে তোমার মতন !
তা’তেই খুঁজে বেড়াই তোমায় অনিমিখে।

কত্ত বছর হয়ে গেলো !
এখন আমি মস্ত বড়,-
আমি ও এখন  মা হয়েছি
তবু ও তো মা ছোট্ট আছি তোমার কাছে !
আদর যত্ন ভালবাসা
সব তো শুধু নিয়েই গেছি যখন ছিলে !
তোমার মতো নইকো আমি -
শেখাও নি তো ভালবাসা কি করে হয় ফিরিয়ে দিতে !
কে শেখাবে তোমার মতো বাসতে ভালো
—শেখাবে ? মা, আবার এসে ?
————————————

আজ বিশ্ব মাতৃদিবসে আসরের সবাই কে অনেক শুভেচ্ছা।