সন্দেহ হয়
————
সুপ্রিয়া চৌধুরী
—————
সন্দেহ হয় প্রেম কি ছিলো
ভ্যালেনটাইনের আগে
শুনে তোরা ক্ষেপলি নাকি
মারবি আমায় রাগে ?
প্রেমের শুধু ই “এদিন” “ওদিন”
সপ্তাহেতেই ঘোরে !
তারপর কি ? শেষের ঘণ্টা
বাজবে নাকি জোরে ?
চলবি তোরা যে যার মতো
কি আসে আর যায়-
ব্যবসায়ীরা লুটছে মজা
প্রেমের বাহানায়।
—————————————